 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান (৩০) শরীরে আগুন দিয়ে আ-ত্মহ-ত্যা করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত আশিকুর রহমান উপজেলার দড়িগাঁও এলাকার মোশাররফ হোসেনের মেজো ছেলে। তিনি সম্ভুপুরা আওয়ামী যুবলীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন আশিকুর রহমান। তখন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তার আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা। এরপর তাকে জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, যুবলীগ নেতা আশিকুর রহমান তিন দিন আগে শরীরে আগুন দেন। তাকে জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করার পর তিনি আজ মারা গেছেন।