শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০:০০:২৪

ভরিতে এক লাফে যত বাড়লো স্বর্ণের দাম

ভরিতে এক লাফে যত বাড়লো স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। এবার ভরিতে এক লাফে ৪,১৮৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১,৬৩,২১৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের ইতিহাসে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম।

???? নতুন দাম কার্যকর: ১৩ এপ্রিল (রোববার)

স্বর্ণের দামের নতুন তালিকা (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম):
২২ ক্যারেট: ১,৬৩,২১৪ টাকা
২১ ক্যারেট: ১,৫৫,৭৯৬ টাকা
১৮ ক্যারেট: ১,৩৩,৫৪১ টাকা
সনাতন পদ্ধতি: ১,১০,২৭১ টাকা
দাম বৃদ্ধির কারণ
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার বিশ্লেষণ করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

???? অতিরিক্ত খরচ:
সরকার-নির্ধারিত ৫% ভ্যাট
বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি
গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে
আগের দাম কত ছিল?
১০ এপ্রিল সর্বশেষ সমন্বয়ের সময় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১,৫৯,০২৭ টাকা, যা কার্যকর হয়েছিল ১১ এপ্রিল থেকে। ওই সময়:

২১ ক্যারেট: ১,৫১,৭৯৫ টাকা
১৮ ক্যারেট: ১,৩০,১১২ টাকা
সনাতন পদ্ধতি: ১,০৭,৩৪৪ টাকা
চলতি বছরে কতবার সমন্বয় হয়েছে?
২০২৫ সালে এখন পর্যন্ত ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে:

দাম বেড়েছে: ১৫ বার
দাম কমেছে: ৫ বার
২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল:

দাম বেড়েছে: ৩৫ বার
দাম কমেছে: ২৭ বার

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দামে বড় উল্লম্ফন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি রুপার দাম:

২২ ক্যারেট: ২,৫৭৮ টাকা
২১ ক্যারেট: ২,৪৪৯ টাকা
১৮ ক্যারেট: ২,১১১ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৮৬ টাকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে