এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শেয়ার করা তিনটি ছবি সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ছবিগুলোতে দেখা যায়, তিনি একটি বিড়ালকে মোবাইল ফোনে কিছু দেখাচ্ছেন, আর বিড়ালটি গভীর মনোযোগে তা পর্যবেক্ষণ করছে।
ছবিগুলো তারেক রহমান নিজেই ফেসবুকে পোস্ট করেন, যা পরে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজেও প্রকাশ করা হয়। পোস্টে সংক্ষিপ্ত ক্যাপশন দেওয়া হয়— ‘লিডার’।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। হাজার হাজার নেটিজেন তা শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘প্রিয় লিডার’, কেউবা মন্তব্য করেছেন, ‘আগামীর প্রাণিবান্ধব বাংলাদেশ!’ অনেকেই ছবিটিকে হৃদয় ছোঁয়া মুহূর্ত হিসেবে বিবেচনা করে লাভ ইমোজি ও ভালোবাসার বার্তা দিয়ে শেয়ার করেছেন।
কমেন্ট সেকশন প্রশংসায় ভরে ওঠে— ‘আমাদের নেতা, আমাদের অহংকার’, ‘মাশাআল্লাহ, প্রিয় অভিভাবক’, ‘আপনার জন্য দোয়া করি’— এমন অসংখ্য মন্তব্যে ফেসবুক ফিডে এক আবেগঘন আবহ সৃষ্টি হয়।