বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০৫:২০

আজ হিলি বাজারে হঠাৎ পেঁয়াজের কেজি কত হলো জানেন?

আজ হিলি বাজারে হঠাৎ পেঁয়াজের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : গত এক সপ্তাহের ব্যবধানে হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের মানুষজন।

গত সপ্তাহের বুধবার হিলি বাজারে দেশি পেঁয়াজ ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও চলতি সপ্তাহের বুধবার তা বেড়ে ৫০-৫৫ টাকা হয়ে গেছে। ভ্যানচালক আশরাফুল ইসলাম জানান, ‘বুধবার ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে। এতো দাম বাড়লে আমরা গরিব মানুষ কীভাবে খাবো, সংসার চালাবো?’

পেঁয়াজ কিনতে আসা নাজমা বেগম বলেন, ‘গত রবিবারও পেঁয়াজ কিনলাম ৩০ টাকায়। বুধবার কিনতে এসে দেখি ভালোটা ৫৫ আর একটু নিম্নমানেরটার কেজি ৫০ টাকা হয়ে গেছে।’

এনামুল হক বলেন, ‘নতুন করে তেল ও চালের দাম বেড়েছে। এর সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগি, পেঁয়াজ, করলাসহ কয়েক ধরনের সবজির দাম।’

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত জানান, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। দেশি পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো হচ্ছিল। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।’

বিক্রেতা শাকিল খান বলেন, ‘মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে গেছে। আগে যে পরিমাণ পেঁয়াজ আসতো, তা এখন অনেক কমে গেছে। পাইকারি মোকামে দাম বাড়ায় খুচরায়ও দাম বেড়েছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজারে অভিযান চালানো হয়। পণ্যের দামের বৈধতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়।’

পেঁয়াজের দাম হঠাৎ করে কেজিতে ২০ টাকা বেড়ে যাওয়ায় হিলি বাজারে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। সরবরাহ কম ও ভারত থেকে আমদানি বন্ধ থাকায় এই দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, আমদানি শুরু হলে পেঁয়াজের দাম স্বাভাবিক হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে