শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১২:২৭:২৫

আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন

আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন

এমটিনিউজ২৪ ডেস্ক : ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালনা পরিষদে অন্তর্ভুক্ত (এমডি পদে) করা হলে, পরের মাস থেকে ক্ষতিগ্রস্তরা তাদের টাকা ফেরত পাবে বলে মন্তব্য করেছেন ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

রফিকুল আমীন বলেন, ‘ডেসটিনির কাছে যে বিল পাবে, যে টাকা পাবে, বর্তমান ম্যানেজমেন্টকেই দিতে হবে, রফিকুল আমীনকে যদি ফেরত দিতে হয়, রফিকুল আমীনকে আগের বোর্ডে নিয়ে আসতে হবে। এমডির পজিশনে বসাতে হবে। ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেয়া এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার এক মাস পর থেকে আমি টাকা দেয়া শুরু করব।’

তবে কীভাবে টাকা দেবেন, তা ব্যাখ্যা করেননি রফিকুল আমীন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে যখন সাজা শোনানো হয়, আমি তার আগে বলেছি, মাননীয় আদালত আমাকে যে সাজাই দেন, আমাকে পরিচালনা পরিষদে থাকার ব্যবস্থা করেন। আমাকে হুকুম দিয়ে দেন, আমি যাতে টাকাটা ফেরত দিই। আদালত আমাকে হুকুম দেননি, কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পরিষদে রাখতে হবে। আমাকে পরিচালনা পরিষদ থেকে সরিয়ে দিয়ে সেখানে ১৭ জন এসেছে। সেখানে চারজন আছে বিগত সরকারের দেয়া।’

কারাগার থেকে বের হওয়ার পরে বর্তমান ব্যবস্থাপনা বোর্ড ডেসটিনির পরিচালনা বোর্ডে ঢুকতে দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে বোর্ডে নেয়া হচ্ছে না। বিদেশে পলাতক তিনজন পরিচালক আছেন, তারাই এই ষড়যন্ত্র করছেন। তারা সব টাকাপয়সা নিয়ে দেশ ছেড়েছেন।’
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে