এমটিনিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক আহ্বায়ক আবু নাঈম ভুইয়া ফারুককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১২টার পর নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে অন্য একটি কাজে যায় পুলিশ।
এ সময় সাবেক পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির সামনেই বসে থাকা ফারুক পুলিশ দেখেই দৌড় দেন। এ ঘটনা দেখে পুলিশ পিকআপ থেকে নেমে ধাওয়া করে তাকে আটক করে। পরে জানা যায়, তিনি হচ্ছেন সাবেক মন্ত্রী সালামের ভাতিজা ও সাবেক ছাত্রলীগ সভাপতি ও সদ্যঃসাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আবু নাঈম ভুইয়া ফারুক।
সূত্র জানায়, ৫ আগস্টের পরে তার চাচাসহ পরিবারের সবাই পালিয়ে যান।
এর মধ্যে ফারুক মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসা-যাওয়া করতেন।
নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, তিনিসহ তার একটি দল চলমান ডেভিল হান্ট অপারেশনের অভিযানে ছিলেন। এ সময় ওই এলাকায় যেতেই এক ব্যক্তি দৌড় দেন। পরে জানা যায়, তিনি যুবলীগ নেতা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।