এমটিনিউজ২৪ ডেস্ক : সপ্তাহের ব্যবধানে বাজারে আলুর দাম আরও কমেছে। গত সপ্তাহে প্রতিকেজি আলু যে দরে বিক্রি হচ্ছিল, তা থেকে এক লাফে পাঁচ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়।
তবে অস্থিরতা দেখা যাচ্ছে পেঁয়াজের বাজারে। গত সপ্তাহের তুলনায় এ পণ্যের দাম কেজিতে ২৫ টাকা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা এই প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
এসব বাজার ঘুরে দেখা গেছে, দেশী পেঁয়াজের কেজি ৭০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশী পেঁয়াজ ৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।
সরবরাহ কমে যাওয়ায় এবং পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন শেওড়াপাড়া বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা আব্দুল খালেক।
তিনি বাংলানিউজকে বলেন, গত শনিবার থেকে প্রতিদিনই পেঁয়াজের বস্তায় ৫০ থেকে ১০০ টাকা করে বাড়ছে। ৪০ থেকে ৪৫ টাকার পেঁয়াজ আজ ৭০ টাকায় বিক্রি করছি। দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আব্দুল খালেক বলেন, আলুর কেজি ৫ টাকা কমিয়ে ২০ টাকা দরে বিক্রি করছি। গত সপ্তাহে এটা ২৫ টাকা দরে বিক্রি করেছি।