রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ০৫:৩৯:২৬

ট্রাইব্যুনালে শাজাহান খানের মেজাজ হারানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

ট্রাইব্যুনালে শাজাহান খানের মেজাজ হারানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

এমটিনিউজ২৪ ডেস্ক : ট্রাইব্যুনালে হাজির হওয়া দুই আসামি—শাহজাহান খান ও জিয়াউল আহসান—আচরণে অনিয়ন্ত্রিত ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তিনি জানান, আদালতে আসার সময় এ দুই আসামি ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন এবং ‘নির্বংশ করার’ মতো ভয়ঙ্কর ভাষা ব্যবহার করেছেন। এমনকি একজন হেলমেট ছুঁড়ে মারার মতো সহিংস আচরণও করেছেন। আগেও তাদের বিরুদ্ধে এমন রেকর্ড রয়েছে—যেখানে দেখা যায়, পুলিশ দুই পাশে ধরে রাখলেও তিনি জোর করে হাত ছাড়িয়ে নিয়েছিলেন।

এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আদালত পর্যন্ত আনার সময় নিরাপত্তার স্বার্থে হাতকড়া পরানোর সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই বলে সাফ জানিয়ে দেন তাজুল ইসলাম।

তিনি বলেন, “প্রিজন অথরিটি এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি মনে করেন যে কোনো আসামির আচরণ নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, তাহলে তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আদালতও বিষয়টি অনুধাবন করেছে।”

তিনি আরও জানান, কোর্টরুমে কাউকে হাতকড়া পরানোর নির্দেশনা নেই, এবং সেটি আদালতও মেনে চলছে। তবে একসঙ্গে আসামিদের দ্রুত ভেতরে আনার সময় কিছু ক্ষেত্রে হাতকড়া খোলার সুযোগ না পাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

চিফ প্রসিকিউটরের এই বক্তব্যে স্পষ্ট যে, নিরাপত্তার স্বার্থেই কিছু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে