রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:২১:১৬

একসঙ্গে দুই সুখবর দিলেন উপদেষ্টা ফাওজুল কবির খান

একসঙ্গে দুই সুখবর দিলেন উপদেষ্টা ফাওজুল কবির খান

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন কুরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেইসঙ্গে যানজট থাকবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

রবিবার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে গত রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা এবং ইফতার ও সেহরির সময় লোডশেডিং না হওয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর ঈদযাত্রাও যানজটের চিরচেনা রূপ দেখা যায়নি। এবার কুরবানির ঈদেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সরকার।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ঈদুল ফিতরে আমরা একক মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করেছি। সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবে লোডশেডিং সর্বনিম্ন হবে। পরিবহন যানজট থাকবে না। ইনশাআল্লাহ, ঈদুল আজহাও লজিস্টিকভাবে একটি মসৃণ যাত্রা হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে