বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:৩৮:৪৮

অবশেষে অর্থ মন্ত্রণালয় যা জানাল শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে

অবশেষে অর্থ মন্ত্রণালয় যা জানাল শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : ‘শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব আমরা পেয়েছি। এ প্রস্তাবনার ওপর আলোচনার প্রয়োজন আছে। শিক্ষকদের উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি।’

বুধবার (২৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, ‘কার বেতন কতটুকু বাড়বে, কিংবা উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে সে বিষয়ে কাজ করার জন্য আমাদের আলাদা উইং রয়েছে। উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি তারা পর্যালোচনা করবেন। এছাড়া যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি বৃদ্ধি করা হলে অতিরিক্ত কতটাকা দরকার হবে, সেই টাকা আমাদের রয়েছে কি না সেটিও দেখতে হবে। সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।’

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে বোনাসের অর্থ বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী মাসে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকরা বর্তমানে বেতনের ২৫ শতাংশ অর্থ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন। এটি ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

এর আগে গত ৫ মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান।

তিনি বলেন, ‘কয়েকমাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমত এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’

উপদেষ্টা বলেন, ‘কিন্তু, ১৫/২০ বছরের বঞ্চনা ১/২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে- এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'তাদের (এমপিওভুক্ত শিক্ষক) উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা- এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো, এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে