এমটিনিউজ২৪ ডেস্ক : বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। ক্রেতা কম থাকায় পেঁয়াজের দাম কমছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার হিলি বাজার ঘুরে দেখা যায়, ভাল মানের পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকাল বিক্রি হয়েছিল ৫৫ টাকা দরে। তবে একটু খারাপ মানের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।
পেঁয়াজের দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরলেও রসুনের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাধারণ ক্রেতারা। কারণ প্রতি কেজি দেশি রসুন ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ ও রসুন কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, বর্তমানে দেশের বাজারে পেঁয়াজের ভরা মৌসুম। এর মধ্যেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। এতে করে আমরা সাধারণ ক্রেতারা অনেক বিপাকে পড়েছি। প্রশাসন থেকে নিয়মিত বাজার মনিটরিং করলে বাজার স্বাভাবিক থাকতো।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ‘মোকামে পেঁয়াজের প্রচুর মজুদ রয়েছে। যার জন্য মোকামেই দাম কমেছে। তবে আগের থেকে ক্রেতা অনেকেটাই কম। ফলে বিক্রি তেমনটা হচ্ছে। মোকামে বস্তা প্রতি ২০০ টাকা করে কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।’