শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬:৪৬

সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  বিকেল ৫ টার দিকে কাশিনাথপুর আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমিনপুর থানা ঢালারচর ইউনিয়নে গোয়ালনগর গ্রামের করিম কারী ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ায় উপজেলা বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে কাশীনাথপুর আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় নামক স্থানে ইজিবাইকটি কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন এসময় অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থাকা দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়। তারা দুইজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ঘটনাস্থল পুলিশের সদস্যরা পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে