এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় নববিবাহিত এক দম্পতি নিহত হয়েছেন। মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে ওই দম্পতি রাজধানীর দক্ষিণ খান এলাকায় ভাড়া থাকতেন।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।
জানা যায়, রাত ৮টায় গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ইতি ঘটনাস্থলেই মারা যান।
মাসুম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানার ৮ নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে তারা রেললাইন দিয়ে হাঁটছিল এবং সেলফি তুলছিল। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইতি মারা যান। আর গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী বলেন, আমরা সংবাদ পাই টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় সেলফি তোলার সময় এক নবদম্পতি নিহত হয়েছে। নববধূর মরদেহ ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মাসুম মিয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার পরিবার এলে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নিহতদের পরিবার জানিয়েছে, কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্কে জড়ায়। পরে তারা পরিবারের অমতে বিয়ে করে। মাসুম মিয়ার বাড়ি নেত্রকোণা এলাকায় এবং ইতির বাড়ি ময়মনসিংহ এলাকায়। তারা দুজনে ঢাকায় এসে বিয়ে করেন এবং দক্ষিণ খান থানা এলাকায় ভাড়া থাকতেন।