এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে নোট ৫০ সিরিজের তিনটি মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে ইনফিনিক্স। এআই প্রযুক্তির এই ফোনগুলো হলো নোট ৫০, নোট ৫০ প্রো এবং নোট ৫০ প্রো প্লাস। সুখবর হলো, ফোনগুলো কেনা যাবে কিস্তিতে। তার জন্য লাগবে না কোনো ক্রেডিট কার্ড। ২০ এপ্রিল ঢাকায় আয়োজিত প্রোডাক্ট এক্সপেরিয়েন্স ইভেন্টে এসব কথা জানায় প্রতিষ্ঠানটি।
এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ প্রযুক্তি সাংবাদিক, জনপ্রিয় টেক কনটেন্ট ক্রিয়েটর, ইনফিনিক্স ভক্ত এবং ব্র্যান্ড সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোন। যেখানে অতিথিরা সরাসরি নোট ৫০ সিরিজের স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা পান।
ইনফিনিক্স নোট ৫০ সিরিজের ফোনগুলো তরুণদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। স্মার্টফোনগুলো আধুনিক মেটাল ফ্রেম, শক্তিশালী পারফরম্যান্স এবং এআই প্রযুক্তি নিয়ে এসেছে।
অনুষ্ঠানে জানানো হয়, ইনফিনিক্সের ফোনগুলো কেনা যাবে কিস্তিতে। পাম পে-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে সুদবিহীন ইএমআই সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এপ্রিল মাসজুড়ে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্টে কেনা যাবে ফোন। তার জন্য থাকছে ৪ মাসের কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ। তাই ফোনটি তরুণ বা শিক্ষার্থীদের বাজেটের মধ্যে একটি দুর্দান্ত অপশন হতে পারে।
ইনফিনিক্স নোট ৫০ এবং নোট ৫০ প্রো মডেলগুলোতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট চিপসেট। আর নোট ৫০ প্রো প্লাস মডেলে ব্যবহার হয়েছে নেক্সট-জেন ৪ ন্যানোমিটার ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট ৫.৫জি চিপসেট। যা স্মুথ মাল্টিটাস্কিং এবং গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করে।
ডিভাইসগুলোতে রেয়ছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্জ রিফ্রেশ রেট। যা উজ্জ্বল এবং স্পষ্ট ভিউ নিশ্চিত করে। নোট ৫০ সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার ক্যামেরা। ১১২ ডিগ্রি আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং উন্নত এআই ফটোগ্রাফি টুলস। নোট ৫০ প্রো প্লাস মডেলে রয়েছে ১০০এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং সনি আইএমএক্স ৮৯৬ সেন্সর।যা ফোর কে ৬০এফপিএস ভিডিও রেকর্ডিং নিশ্চিত করে।
এবার এ৫ সিরিজের আরও উন্নত সংস্করণ আনল অপোএবার এ৫ সিরিজের আরও উন্নত সংস্করণ আনল অপো
সিরিজের প্রতিটি মডেলে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ফাস্টচার্জ ৩.০ প্রযুক্তি। যা দ্রুত চার্জিং নিশ্চিত করে। নোট ৫০ প্রো প্লাস মডেলে ১০০ ওয়াট ওয়ারর্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ সুবিধা রয়েছে। এছাড়াও, ইনফিনিক্স প্রথমবারের মতো সেন্সর-ভিত্তিক স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার এনেছে। যার মাধ্যমে হৃদস্পন্দন এবং রক্তে অক্সিজেনের পরিমাণ মনিটরিং করা যাবে।
কার্লকেয়ার, ইনফিনিক্সের অফিসিয়াল সার্ভিস সেন্টারে মিলবে প্রিমিয়াম সার্ভিস। যার মধ্যে রয়েছে ১০০ দিন স্ত্রিন ড্যামেজ প্রটেকশন, ফ্রি ফার্ম ক্লিনিং, ফাস্ট রিপেয়ার সার্ভিস এবং সার্ভিস ডে অফার। যা এস-ভিআইপি কার্ডসহ প্রদান করা হবে। এই ভিআইপি কার্ড নোট ৫০ সিরিজের ব্যবহারকারীদেরকে প্রাধান্য ভিত্তিক গ্রাহকসেবা প্রদান করবে।
নোট ৫০ সিরিজের স্মার্টফোন দুটি রঙে পাওয়া যাচ্ছে টাইটেনিয়াম গ্রে এবং এনচ্যান্টেড পারপল। নোট ৫০ প্রো প্লাস, নোট ৫০ প্রো এবং নোট ৫০ ফোনগুলোর দাম যথাক্রমে ৫৪ হাজার ৯৯৯ টাকা, ৩১ হাজার ৯৯৯ টাকা এবং ২৭ হাজার ৯৯৯ টাকা।