সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬:৩৩

বেনজীর-হারুনদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেবে সরকার

বেনজীর-হারুনদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেবে সরকার

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে সরাসরি ছাত্র-জনতার ওপর গুলি ও নির্যাতনে জড়িত অনেক পুলিশ সদস্য বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। দেশে থাকা অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে এবং বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। তিনি জানান, গণ-অভ্যুত্থান চলাকালে গুলি চালানো ও গুলির নির্দেশদাতাদের বিষয়ে তদন্ত চলছে।

এ পর্যন্ত ১ হাজার ৫০০টির বেশি মামলা হয়েছে, যার মধ্যে ৬০০টিরও বেশি হত্যা মামলা। তদন্ত শেষ না হলে দায় নির্ধারণ ও প্রকৃত নির্দেশদাতা চিহ্নিত করা কঠিন হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, গণ-অভ্যুত্থানের আট মাস পরও ভুয়া মামলা দায়ের ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ উঠছে।কোনো অপরাধে জড়িত ৫-১০ জন থাকলেও অনেক সময় ৩০০ জনের নাম অভিযোগে জুড়ে দেওয়া হচ্ছে। তিনি আশ্বস্ত করেন, তদন্তে প্রকৃত অপরাধীরাই গ্রেপ্তার হবেন, নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে