এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ’র মুখপাত্র জাফর আলী।
জাফর আলী জানান, ‘শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি পেলেও কর্মচারীদের ভাতা বাড়ানোর কোনো প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করেছি। তিনি কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মুখপাত্র জানান, ‘কর্মচারীদের বেতন কম, সেজন্য ২০০৪ সালে তৎকালীন সরকার কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ করেছিল। ২০২৫ সালে শিক্ষক ও কর্মচারী সংগঠন জোট বদ্ধ হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে। সেই আন্দোলনের প্রেক্ষিতে বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর আন্দোলন স্থগিত করা হয়।
সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শুধু শিক্ষকদের ভাতা বাড়ানোর কথা বলেনি। কর্মচারীদের ভাতাও বাড়বে বলে জানিয়েছিলেন। সাবেক শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় কর্মচারী নেতারা। আমাদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সিনিয়র সচিবকে অনুরোধ করেছি।’
তিনি আরও বলেন, ‘সিনিয়র সচিব আমাদের দাবি দাবি লিখিত আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরার্মশ দিয়েছেন। আমরা দ্রুতই লিখিত আকারে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির আবেদন মন্ত্রণালয়ে জমা দেব। আগামী ১ মে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে কর্মচারীদের নিয়ে সভা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’