বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:২৩:০৬

যে বড় সুখবর আসছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে

যে বড় সুখবর আসছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিশাল নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বর্তমানে আট হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, এবং প্রায় ৩০ হাজার সহকারী শিক্ষক পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করবেন। এ কারণে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি বড় আকারের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এমন তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই ৮ হাজার ৪৩টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে এবং এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। ধারণা করা হচ্ছে, এই বছরের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব। তবে নিয়োগের নতুন বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। 

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, নতুন খসড়া অনুযায়ী নারী ও পোষ্য কোটা বাতিলের প্রস্তাব করা হয়েছে। শুধুমাত্র ৭ শতাংশ কোটা বহাল রাখার কথা বলা হয়েছে। বর্তমানে এই খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পর্যালোচনার অধীনে রয়েছে। তাদের মতামত পাওয়ার পরই চূড়ান্ত নীতিমালা জারি করা হবে এবং তার পরপরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লাখ শিক্ষক কর্মরত আছেন। এই নতুন নিয়োগ প্রক্রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে এবং শিক্ষার মান উন্নয়ন ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে