এমটিনিউজ২৪ ডেস্ক : লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন,
-শুভ সংবাদ-
আমি গত ইউটিউব এপিসোডে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন শাখা বরাক নদীর ওপর একটি সেতুর অভাবের কথা বলেছিলাম। যেখানে স্বাধীনতার ৫৪ বছর পরেও বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ।
এইখানে ব্রিজ হচ্ছে। আলহামদুলিল্লাহ। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাকে অবহিত করা হয়েছে। ব্রিজটা বানানোর পরিকল্পনা তারা হাতে নিয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফকে অনেক ধন্যবাদ।