বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১০:১৬:০২

বড় সুখবর মোবাইল গ্রাহকদের জন্য, দেওয়া হলো যে অনুমতি

বড় সুখবর মোবাইল গ্রাহকদের জন্য, দেওয়া হলো যে অনুমতি

এমটিনিউজ২৪ ডেস্ক : একজন গ্রাহক প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং এক ক্যালেন্ডার বছরে সর্বমোট ৩০ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক মোবাইল অপারেটরদেরকে গ্রাহকদের কাছ থেকে টাকায় মোবাইল রোমিং বিল আদায়ের অনুমতি দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

রোমিং হলো এমন একটি মোবাইল পরিষেবা, যার মাধ্যমে কোনো গ্রাহক দেশের বাইরে গিয়ে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে কল করা, কল রিসিভ করা, এসএমএস পাঠানো এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

সাধারণত এ সুবিধা আন্তর্জাতিক মোবাইল নেটওয়ার্কগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়, এবং এর জন্য গ্রাহকদের অতিরিক্ত খরচ গুনতে হয়।

বর্তমানে বাংলাদেশি ভ্রমণকারীদের রোমিং পরিষেবা ব্যবহারের জন্য আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় অর্থ পরিশোধ করতে হয়।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশগামী ভ্রমণকারীদের জন্য রোমিং পরিষেবা সহজ করতে মোবাইল অপারেটররা এখন থেকে গ্রাহকদের কাছ থেকে সরাসরি টাকায় বিল আদায় করতে পারবে।

একজন গ্রাহক প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং এক ক্যালেন্ডার বছরে সর্বমোট ৩০ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করতে পারবেন।

রোমিং পরিষেবা চালু করার সময় কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে। এর আওতায়, একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করলেও নির্ধারিত অর্থের সীমা অতিক্রম করা যাবে না।

গ্রাহকের বৈধ ভিসা ও টিকিট থাকা আবশ্যক এবং রোমিং পরিষেবা ভ্রমণের অন্তত এক সপ্তাহ আগে চালু করতে হবে—সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, মোবাইল অপারেটরদেরকে বিদেশি নেটওয়ার্ক অপারেটরদের কাছে অর্থ পরিশোধেরও অনুমতি দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে নির্ধারিত কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে