বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:৩৪:৩০

এবার যে দুঃসংবাদ শামীম ওসমানের পরিবারের জন্য

এবার যে দুঃসংবাদ শামীম ওসমানের পরিবারের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালকে জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে, তাতে এই ৮ জনের সম্পৃক্ততা রয়েছে। যদিও ৮ জনের নাম জানায়নি প্রসিকিউটররা। তবে এই ৮ জনের মধ্যে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নাম রয়েছে।

এ দিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় আরাফাত ও কামরুল নামে আরও ২ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শামীম ওসমান, তার ছেলে অয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় কমপক্ষে ৫০টির বেশি মামলা রয়েছে।

এ ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিষয়টিকে সামনে এনে এ অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। হেফাজত ইসলামের ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিব ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এ অভিযোগ জমা দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে