বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১০:০৯:১৫

পালিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আ. লীগ নেতা আটক

পালিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আ. লীগ নেতা আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় গ্রেফতার হয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।

বুধবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।

এরপর বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি বিমানবন্দরের ইমিগ্রেশনে জানিয়ে আগেই তথ্য দেওয়া ছিল। তাকে উপজেলার চাখারের এক বিএনপি নেতার করা চাঁদাবাজি মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা থানায় হত্যা মামলা রয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা মাওলাদ হোসেন সানার গ্রেফতারের খবরে তার ফাঁসির দাবিতে বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়ায় বিএনপি ও যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।

মাওলাদ হোসেন সানা বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।

এর আগে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন। গত বছরের ৫ জুন বানারীপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুকের কাছে হেরে যান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে