শুক্রবার, ০২ মে, ২০২৫, ১০:০৪:৪১

ব্রেকিং নিউজ: সিলেটে আ. লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ব্রেকিং নিউজ: সিলেটে আ. লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ।   

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (১ মে) ভোররাতে নগরীর শেখঘাট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। 

তিনি জানান, ২০২৪ সালে ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে