বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১২:১৩:৪৬

বিশ্ব রেকর্ড সুনীল নারিনের

বিশ্ব রেকর্ড সুনীল নারিনের

স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল ১৪ রানের জয়ে ব্যাট হাতে ২৭ রান করার পর বল হাতে ৩ উইকেট নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। শেষের কাজটি তাকে একটি বিশ্ব রেকর্ডে ঢুকিয়ে দিয়েছে।

২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নারিন। এরপর আর কোথাও যাওয়া-যাওয়ি নেই, এক যুগের বেশি সময় ধরে এই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গেই রয়েছেন। শুধু রয়েছেনই না, বছর বছর কারিশমাও দেখাচ্ছেন। গতকাল ৩ উইকেট নেওয়ায় কলকাতার হয়ে তার উইকেটসংখ্যা হলো ২০৮। যৌথভাবে এটা বিশ্ব রেকর্ড।

এক দলের হয়ে নারিনের চেয়ে বেশি টি-২০ উইকেট কারো নেই। নটিংহ্যামশায়ারের হয়ে তার সমান ২০৮টি উইকেট নিয়েছেন সামিত প্যাটেল। এক দলের হয়ে ক্রিস উডের ১৯৯ (হ্যাম্পশায়ার), লাসিথ মালিঙ্গার ১৯৬ (মুম্বাই ইন্ডিয়ান্স) ও ডেভিড পেইনের ১৯৩ (গ্লুচেস্টারশায়ার) উইকেট রয়েছে।

২০১২ সালে কলকাতায় নাম লেখানোর পর নারিন ব্যাট হাতে ১৭১৩ রান করেছেন। তবে আইপিএলে তার রান ১৭১২, বাকি ১ রান চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০তে। তেমনি আইপিএলে তার উইকেটসংখ্যা ১৯০টি, বাকি ১৮টি উইকেট চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০তে।

সব ফ্র্যাঞ্চাইজি লিগেই নারিনের অবাধ বিচরণ। ৫৪৫ ম্যাচে ৫৮৪ উইকেট নিয়ে তিনি ফরম্যাটটির তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। এই তালিকায় ৪৭১ শ্যাচে ৬৪১ উইকেট নিয়ে সবার ওপরে রশিদ খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে