শনিবার, ০৩ মে, ২০২৫, ০৩:৩১:৩৭

হিলি বাজারে হঠাৎ শুকনো মরিচের কেজি কত হলো জানেন?

হিলি বাজারে হঠাৎ শুকনো মরিচের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে কমেছে শুকনো মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম কমেছে ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত।

দাম কমায় খুশি সাধারণ ক্রেতারা। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরো কমবে বলে জানান ব্যবসায়ীরা।

শনিবার (৩ মে) হিলি বাজারে গিয়ে দেখা যায় প্রতিটা সবজির দোকানে ডালিতে সাজিয়ে রাখা হয়েছে লাল টুকটুকে শুকনো মরিচ। প্রতি কেজি শুকনো মরিচের সপ্তাহখানেক আগেই দাম ছিল ২৪০ থেকে ২৬০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে  ১৮০ টাকা কেজি দরে।

ক্রেতা মামুন বলেন, বাজারে ১ কেজি শুকনো মরিচ কিনলাম ১৮০  টাকা দিয়ে। সপ্তাহ খানেক আগে দাম ছিলো আড়াইশো টাকার উপরে। এভাবে যদি সব জিনিসের দাম কমতো সবার জন্য অনেকটা ভালো হতো।

হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা বিপ্লব সহ কয়েকজন দোকানদার  জানান, আগে আমরা মরিচ আনতাম বগুড়া থেকে, বর্তমানে পঞ্চগড়, গাইবান্ধা এলাকায় মরিচের পর্যাপ্ত আবাদ হয়েছে তাছাড়া উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শুকনো মরিচের মোকাম পঞ্চগড়ের বিন্দু জাতের শুকনো মরিচ সেটাও বাজারে আসতে শুরু করেছে। এ ছাড়া বর্তমানে কাঁচা মরিচের দাম কম থাকায় অনেক কৃষক তা শুকিয়ে শুকনো মরিচ তৈরি করে বাজারে বিক্রি করছেন। যার কারণে বাজারে আগের তুলনায় শুকনো মরিচের সরবরাহ বেড়ে দাম কমেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে