রবিবার, ০৪ মে, ২০২৫, ০৪:২২:৫১

দেশে সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা আছে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

দেশে সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা আছে : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইতিহাসের সবচেয়ে বেশি ভুয়া তথ্য, গুজব ছড়ানোর চেষ্টা হবে। দেশে সবচেয়ে বড় সাইবার হামলার আশঙ্কা আছে।

এসব সাইবার হুমকি মোকাবিলায় সরকারের কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে