এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৫ সালে বাংলাদেশে ঈদুল আজহা পড়তে পারে আগামী ৭ জুন, শনিবার। তবে এই তারিখ নির্ভর করবে ২৭ মে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখার উপর। চাঁদ দেখা গেলে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ছয় দিনের ঈদের ছুটি উপভোগ করতে পারেন।
সম্ভাব্য ঈদুল আজহার ছুটির তালিকা (২০২৫)
সরকারি সূত্র ও পূর্ববর্তী রীতি অনুযায়ী ছুটির সম্ভাব্য তারিখগুলো নিম্নরূপ:
৫ জুন, বৃহস্পতিবার: নির্বাহী আদেশে ছুটি
৬ জুন, শুক্রবার: সাপ্তাহিক ছুটি
৭ জুন, শনিবার: ঈদের দিন
৮ জুন, রবিবার: ঈদের পরদিন
৯ জুন, সোমবার: অতিরিক্ত ছুটি
১০ জুন, মঙ্গলবার: অনুমতি সাপেক্ষে ঐচ্ছিক ছুটি
এই দীর্ঘ ছুটি কর্মজীবী মানুষদের জন্য এক অসাধারণ সুযোগ এনে দেবে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের। বিশেষ করে যারা দূর-দূরান্ত থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরেন, তারা আরামদায়কভাবে ঈদের ছুটি কাটাতে পারবেন।
ঈদুল আজহার তাৎপর্য ও প্রস্তুতি
ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটি পালন করা হয় মহানবী হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে। মুসলমানরা পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি তাদের আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন।
এরইমধ্যে ঈদ ঘিরে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে, বাড়তি ট্রেন ও বাসের টিকিট পাওয়া যাচ্ছে, বাজারে কেনাকাটার ভিড় বাড়ছে এবং শহরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার হয়েছে।
চাঁদ দেখার পর চূড়ান্ত ঘোষণা
চাঁদ দেখার ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদের দিন চূড়ান্তভাবে ঘোষণা করবে। তবে সবকিছু বিচার করলে ২০২৫ সালের ঈদুল আজহা হতে যাচ্ছে ছুটিময়, উৎসবমুখর ও পারিবারিক আনন্দে ভরপুর—এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে।