মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ১০:২১:০১

ফোন করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে যা অবহিত করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ফোন করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে যা অবহিত করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : কাশ্মীরে হামলা নিয়ে দিল্লি-ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা চলছে। যার কারণে বাংলাদেশ সফর স্থগিত করতে বাধ্য হন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে, ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) দিনগত রাতে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

ফোনালাপে উভয়পক্ষই পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

এ ছাড়াও আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেছেন তারা।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফর করেন।

পরে গত ২৭ এপ্রিল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। যার কারণে ঢাকা সফর স্থগিতের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে