এমটিনিউজ২৪ ডেস্ক : গুরুতর অসুস্থতা নিয়ে গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চার মাস পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
লন্ডন থেকে ফেরার পথে দোহায় যাত্রাবিরতি শেষে মঙ্গলবার (০৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে দোহা থেকে বাংলাদেশের পথে রওনা হন খালেদা জিয়া। এর আগে লন্ডন থেকে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টার পর রওনা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মাঝে কাতারের দোহায় বিমানবন্দরে যাত্রাবিরতি দেন।
কাতার আমিরের দেওয়া রাজকীয় বিমানে খালেদা জিয়ারে সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এছাড়াও মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপি নেতা ও তার ব্যক্তিগত কর্মচারীরা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছেন।
খালেদা জিয়ার বড় ছেলের স্ত্রী জুবাইদা রহমান ফিরলেন প্রায় ১৭ বছর পর।
উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। সোমবার (৫ মে) স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই ড্রাইভিং করে মা খালেদা জিয়াকে নিয়ে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা করেন। বিমানবন্দরে স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান।