বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ০৫:৩৬:২৯

এবার আসিফ ও মাহফুজকে সরকার থেকে সরে দাঁড়াতে বললেন এনসিপি নেত্রী

এবার আসিফ ও মাহফুজকে সরকার থেকে সরে দাঁড়াতে বললেন এনসিপি নেত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের মাধ্যমে পতন হয় আওয়ামী সরকারের। এরপর ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার।

এই সরকারে ‘ছাত্র প্রতিনিধি’ হিসেবে বর্তমানে রয়েছেন দুজন উপদেষ্টা।

তারা হলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এর আগে নাহিদ ইসলাম থাকলেও তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধিকে (আসিফ ও মাহফুজ) সরে আসতে বললেন নাহিদের দল এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তাজনুভা জাবীন বলেন, ‘এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনুভা হয়ে বলছি। মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নেই।

তিনি আরো বলেন, ‘আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন। আমিই এত মর্মাহত, শহীদ, আহতদের কেমন লাগছে তাদের চোখের সামনে আসামিরা দাপটের সাথে মাথা উঁচু করে পালাচ্ছে।’

এনসিপি নেত্রী আরো বলেন, ‘আমার মনে হয় আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ জুলাই শেষ হয়নি আদতে জুলাই এখনো চলছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে