বুধবার, ০৭ মে, ২০২৫, ১০:১৬:২৫

দাম কমে এবার পেঁয়াজের কেজি কত হলো জানেন?

 দাম কমে এবার পেঁয়াজের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : হঠাৎ বেড়ে যাওয়ার পর আবার কমেছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে পাঁচ থেকে দশ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০টাকা দরে। কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ২০টাকায়। যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। একইসাথে কমেছে আদা-রসুনের দামও।

একসময় চালের দাম বেড়ে গেলে বলা হত ‘বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান’। বর্তমানে চালের ঊর্ধ্বমুখী বাজারে স্লোগানটি যেন আবারও ফিরে এসেছে। কারণ চলতি বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে আলু।

গেল বছরের ঠিক এই সময়ে চল্লিশ টাকারও বেশি দরে আলু বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে কেজি ১৬ টাকা দরে। যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।

একই সময় ভোক্তার ঘাম ছোটানো পেঁয়াজের বাজারেও স্বস্তি। সরবরাহ কম থাকার অযুহাতে কয়েকদিন আগে দাম বাড়লেও আবার কমেছে কেজিতে ১০টাকা পর্যন্ত। আর গত বছরের সাথে তুলনা করলে এই পণ্যটিও মিলছে প্রায় অর্ধেক দামে।

পেঁযাজ-আলুর মতো মাছ মাংসের দামও নিয়ন্ত্রণে আনার পরামর্শ ক্রেতাদের। মানুষের জীবনে স্বস্তি আনতে বাজারের ব্যাপারে সরকার সামগ্রিক পদক্ষেপ নেবে এটাই সবার প্রত্যাশা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে