এমটিনিউজ২৪ ডেস্ক : ‘বেসরকারি কারিগরি ও মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আমরা কাজ করছি। স্কুল-কলেজের শিক্ষকদের সঙ্গে তাদের বদলি হয়তো কার্যকর করা সম্ভব হবে না। তবে দ্রুতই তাদের বদলির আওতায় নিয়ে আসা হবে।’
বৃহস্পতিবার (৮ মে) সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জানান, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্তরা বদলির সুযোগ পাবেন। এনটিআরসিএ’র সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছেন তাদের বদলির সুযোগ দেওয়া হবে না।’
এর কারণ হিসেবে ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ‘এনটিআরসিএর সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছেন, তারা নিজেরদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছেন। অধিকাংশই নিজ জেলার প্রতিষ্ঠানে চাকরি করছেন। তাদের বদলির প্রয়োজন আছে বলে মনে হয় না।’
দুই অধিদপ্তরের মাধ্যমে শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আরও জানান, ‘মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে বদলির সুযোগ পাবেন। আর কারিগরি শিক্ষকদের বদলি হবে কারিগরি অধিদপ্তরের মাধ্যমে। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।’