এমটিনিউজ২৪ ডেস্ক : সাতক্ষীরার বাজারে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ স্থানীয় জাতের আমে সয়লাব। তবে বাজারে আমের সরবরাহ বেশি থাকায় এবং সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন আমচাষিরা।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন বাগানে আম পাড়ার ধুম পড়েছে। প্রতিদিন সকাল থেকে ঝুড়ি ঝুড়ি আম উঠছে সাতক্ষীরার বড়বাজারে। ইতোমধ্যে জেলার বাইরের ক্রেতারাও আসতে শুরু করেছেন সাতক্ষীরার খ্যাতনামা আম কিনতে।
তবে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় দাম পড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী বলেন, ‘ক্রেতার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কম। সামনে ক্রেতা বাড়লে দামও বাড়বে।’
চাষিরা বলছেন, এবার আমের ফলন তুলনামূলক কম হলেও সাইজ বড় হওয়ায় তারা লাভের আশা করছেন। তবে গত দুই বছর ক্ষতির মুখে পড়লেও তারা সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাননি। তাই বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন তারা, যেন দালাল ও সিন্ডিকেটের কবলে না পড়তে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আমচাষি বলেন, ‘বাজারে দালালদের কারণে আমরা ন্যায্য দাম পাচ্ছি না। আমরা চাই প্রশাসন যেন সরাসরি বাজার মনিটর করে।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘আমের গুণগত মান বজায় রেখে এবার নিরাপদ আম বাজারে এসেছে। কোনো রকম সিন্ডিকেট বা দালালের কবলে পড়বে না চাষিরা, সেজন্য প্রশাসন বাজার মনিটর করবে।’
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, সাতক্ষীরার ৫ হাজার ২৯৯টি আমবাগানে এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৮০০ মেট্রিক টন।