রবিবার, ১১ মে, ২০২৫, ০৯:৫৩:০৬

বজ্রপাতে ৮ জনের মৃত্যু

বজ্রপাতে ৮ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) দুপুরের পরে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। 

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাসিরনগর উপজেলার গোকর্ণ পশ্চিমপাড়ার শামসুল হুদা, টেকানগর গ্রামের রাজ্জাক মিয়া ও চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের জাকিয়া নামের সাত বছর বয়সী এক শিশু। ঝর-বৃষ্টির সময় সে বাড়ির বাইলে খেলা করছিল।

এছাড়া, আখাউড়া উপজেলায় শেখ সেলিম মিয়া ও জমির খান নামের এক যুবক মারা গেছেন। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন ও আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নারী ইউপি সদস্য শাহিনুর বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে কেউ ধান শুকানো, কেউ জমিতে কাজ করছিলেন। রবিবার বেলা ৩টার পরে হঠাৎ ঝর-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

কিশোরগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। নিহতরা হলেন- ভৈরবের সাদেকপুর ইউনিয়নের ফারুক মিয়া, ফয়সাল মিয়া ও কুলিয়ারচরের হাজারীনগরের কবির মিয়া।

স্থানীয়রা জানায়, রবিবার বেলা সাড়ে ৩টার দিকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে দুই উপজেলার পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন জনকে মৃত ঘোষণা করেন। আহতাবস্থায় দুই জন হাসপাতালে চিকিৎসাধীন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে