সোমবার, ১২ মে, ২০২৫, ০৪:০৫:৪১

মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল

মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল

এমটিনিউজ২৪ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রী সাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে আওতার বাইরে থাকবে গরুবাহী ও জরুরি পণ্যবাহী যানবাহন।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

 উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ঈদের ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে পশুর হাট বসানো হবে এবং তা কঠোরভাবে মনিটরিং করা হবে।’

তিনি আরো বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মনিটরিং টিম কাজ করবে। তিনি বলেন, ‘চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক চেষ্টা করা হবে এবং মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে