সোমবার, ১২ মে, ২০২৫, ০৫:৫৪:৪৭

যা যা করতে হবে বজ্রপাত থেকে বাঁচতে

যা যা করতে হবে বজ্রপাত থেকে বাঁচতে

এক্সক্লুসিভ ডেস্ক : দেশে দিন দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে। মূলত বৈশাখের শুরু থেকে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত অনেক বেড়ে যায়। আর বজ্রপাতের কারণে প্রাণহানিসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সোমবার (১২ মে) বজ্রপাত থেকে বাঁচতে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

 এতে বলা হয়, আজ রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি ও বান্দরবান জেলাগুলোর উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

 এসময়ে নিচের পদক্ষেপগুলো গ্রহণের পরামর্শ দেয়া হলো-
১) বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২) জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩)  সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪)  নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫) গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬) কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭) বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন।
৮) জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯) বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০) শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে