এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ ভ্রমণে পাকিস্তানিদের জন্য ভিসা পেতে সহজতর পদ্ধতি চালু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে পাকিস্তানি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর প্রক্রিয়া চলছে।
২০২৫ সালের ১৬ মে, পাকিস্তানের লাহোরে অবস্থিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (LCCI)-তে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্ব
রাষ্ট্রদূত ইকবাল হোসেন জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও সহজ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গভীর করতে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়মিত বৈঠক হওয়া জরুরি। এর মাধ্যমে নতুন নতুন সুযোগের সন্ধান পাওয়া যাবে এবং বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্য
বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর পরিকল্পনা উল্লেখ করে ইকবাল হোসেন বলেন, বাংলাদেশের নারিকেল ও কয়লা খাতে বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। অপরদিকে, পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লা খাতে উভয় দেশের জন্য যৌথ বাণিজ্যের সুযোগ রয়েছে।
বিমান ও সামুদ্রিক পথে সংযোগের পরিকল্পনা
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথে বাণিজ্যিক সংযোগ স্থাপনের বিষয়েও চিন্তা করা হচ্ছে। এতে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।