এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট থানা এলাকার বাসিন্দা আফরোজা হোসেন। গত বছর ১৫ জানুয়ারি ফেসবুক ব্যবহার করার সময় ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামক একটি ফেসবুক গ্রুপ দেখতে পান। সেখানে একটি পোস্টে সমস্যার সমাধানে ‘তদবীর রুকাইয়া’ লেখা দেখতে পান। পরে কৌতূহলী হয়ে পোস্টদাতার মেসেঞ্জারে যোগাযোগ করেন আফরোজা।
এরপর সেই নারী তাকে বললেন, আমার ‘তাহকিয়া’ খুব কাজ করে!’ এরপর তাহকিয়া নামে আরেকটি ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করতে বলেন। মূলত, তখন থেকেই শুরু হয় প্রতারণার আসল খেলা। ওই আইডি ব্যবহারকারী তাকে জানায় তিনি সব সমস্যার সমাধান করতে পারেন।
এক পর্যায়ে আফরোজা হোসেন তার বাচ্চা না হওয়ার বিষয়টি জানান। তখন ফেসবুক মেসেঞ্জারে তাকে জানানো হয়, আপনার সন্তান হবে, শুধু কিছু নিয়ম মানলেই হবে। তারপর চাওয়া হলো ৬ হাজার ১০০ টাকা বিকাশে পাঠাতে। পাঠিয়েও দিলেন আফরোজা।
এরপর জানানো হয়, আরও কাজ করতে হবে। আপনার ব্যবহৃত জামা, সাবান, তেল আর ২৫ ভরি স্বর্ণ পাঠান! আমরা সব ঝাড়ফুঁক দিয়ে ফেরত দেব এবং সেগুলো ব্যবহার করলে তার বাচ্চা হবে ও সব সমস্যা কেটে যাবে। আফরোজাও সরল বিশ্বাসে কুরিয়ার করে সব পাঠিয়ে দেন। এরপর ম্যাসেঞ্জারে তাকে ব্লক করে দেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ডিএমপির নিউমার্কেট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন আফরোজা।
মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৬ মে মধ্য রাতে সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৩ সদস্য আসিফুর রহমান, আল আমিন ও অনামিকা গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫ ভরি সোনার গয়না, ২৬ ভরি কপারযুক্ত স্বর্ণালংকার, ৩ লাখ ৫০ হাজার নগদ টাকা, আইফোন ১৫ প্রো ম্যাক্স ও স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল। উদ্ধার হওয়া সব গয়না ও টাকা প্রতারণা করে হাতিয়েছেন তারা।