এমটিনিউজ২৪ ডেস্ক : বৃষ্টিবলয়ের প্রভাবে সারা দেশেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই রাতে দেশের ১৬ জেলায় বজ্রঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় বজ্রপাতের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা সতর্ক বার্তায় বলা হয়, সন্ধ্যা ৬ট থেকে পরবর্তী ২-৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলাগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার (বা তার বেশি) গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। এগুলো হলো:
* বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
* জানালা ও দরজা বন্ধ রাখুন।
* সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
* নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
* গাছের নিচে আশ্রয় নেবেন না।
* কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না। কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
* বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন।
* জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
* বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
* শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।