শনিবার, ১৭ মে, ২০২৫, ১০:৫৯:৫৭

কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে জনগণ জানতে চায়: রুহুল কবির রিজভী

কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে জনগণ জানতে চায়: রুহুল কবির রিজভী

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়। কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন, সেটা কবে হবে, সে কথাগুলো আপনি কিছু বলছেন না। কখন সংস্কার শেষ করবেন, কখন নির্বাচন হবে সেটা জনগণ জানতে চায়।।

শনিবার (১৭ মে) বিকালে নরসিংদীর হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সংস্কার কখনও একটা পুরোনো ৪০০ বছরের বটগাছের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। সংস্কার পদ্মা নদীর পানির মতো, মেঘনা নদীর পানির মতো, বঙ্গোপসাগরের সাগরের স্রোতের মত সংস্কার এগিয়ে চলে। যুগে যুগে এবং সময়ে সময়ে জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকে। সংস্কার একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়।

তিনি বলেন, নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারত, সে কাজগুলো আটকে আছে। শেয়ার বাজার অত্যন্ত নাজুক অবস্থা, নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, কোরবানির আগে মসলার দাম বেড়ে গেছে। আজকে জবাবদিহিমূলক সরকার আসলে এ কাজগুলো করত নির্বাচিত সরকার। এ কাজগুলো তারা করতে পারছে না।

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময়, ফুটবলপ্রেমী হাজারেও দর্শক ছাড়াও জেলা ও মনোহরদী উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলায় গাজীপুরের কাপাসিয়ার আলফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশনকে ২-১ গোলে পরাজিত করে নরসিংদীর শিবপুরের সাতপাইকা ফুটবল একাদশ বিজয়ী হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে