বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ০২:৪৬:৫৪

এবার আরও সহজ হলো, ই-পাসপোর্টের আবেদন ঘরে বসেই

এবার আরও সহজ হলো, ই-পাসপোর্টের আবেদন ঘরে বসেই

এমটিনিউজ২৪ ডেস্ক : এক সময় পাসপোর্ট করতে হলে মানুষকে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিতে হতো। পাসপোর্ট অফিসে গিয়ে সশরীরে আবেদন, নানা জটিলতা ও হয়রানি তখন নিত্যদিনের সঙ্গী ছিল। তবে প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই সহজে করা যাচ্ছে ই-পাসপোর্টের আবেদন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে এটি একটি বড় অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ই-পাসপোর্টের জন্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিক ৫ বছর বা ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আবেদন করতে হলে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড এবং একটি ছবি।

১৮ বছরের কম বয়সীদের জন্য আবেদনের সময় জমা দিতে হবে জন্ম নিবন্ধন সনদ, বাবা-মায়ের ছবি এবং তাদের জাতীয় পরিচয়পত্রের কপি।

ই-পাসপোর্টের আবেদন করতে হলে প্রথমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হয়। ফরমে জেলা ও থানার নামসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। এরপর দেওয়া ইমেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন লিংক পাঠানো হয়। সেই লিংকে ক্লিক করে ইমেইলটি ভেরিফাই করতে হয়।

ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন হলে পুনরায় ওয়েবসাইটে লগইন করে ‘Apply for a New Passport’ অপশনে যেতে হবে। এরপর ‘Ordinary’ বা ‘Official’ পাসপোর্ট নির্বাচন করে ‘Save and Continue’ অপশনে যেতে হবে।

পরবর্তী ধাপে আবেদনকারীর ব্যক্তিগত সব তথ্য ইংরেজিতে পূরণ করতে হয়। এতে নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ইত্যাদি উল্লেখ করতে হয়। যদি পূর্বে কোনো পাসপোর্ট থেকে থাকে, সেটিও উল্লেখ করার অপশন রয়েছে।

সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন জমা দেওয়া যাবে এবং সঙ্গে সঙ্গে দুটি পৃষ্ঠা ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। একটি হবে আবেদন সামারি এবং অন্যটি অনলাইন রেজিস্ট্রেশন ফরম। এগুলো নিয়ে নির্ধারিত কাগজপত্রসহ নির্ধারিত পাসপোর্ট অফিসে জমা দিতে হয়।

বর্তমানে ৫ বছর ও ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট পাওয়া যায়। ৫ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্টের সাধারণ ফি ৪ হাজার ২৫ টাকা, জরুরি ফি ৬ হাজার ৩২৫ টাকা এবং অতি জরুরি ফি ৮ হাজার ৬২৫ টাকা। ৬৪ পাতার ক্ষেত্রে সাধারণ ফি ৬ হাজার ৩২৫ টাকা, জরুরি ফি ৮ হাজার ৬২৫ টাকা এবং অতি জরুরি ফি ১০ হাজার ৭৫ টাকা।

১০ বছর মেয়াদী ৪৮ পাতার পাসপোর্টে সাধারণ ফি ৫ হাজার ৭৫০ টাকা, জরুরি ফি ৮ হাজার ৫০ টাকা এবং অতি জরুরি ফি ১০ হাজার ৩৫০ টাকা। ৬৪ পাতার পাসপোর্টের জন্য সাধারণ ফি ৮ হাজার ৫০ টাকা, জরুরি ফি ১০ হাজার ৩৫০ টাকা এবং অতি জরুরি ফি ১৩ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে পাসপোর্টের জন্য আবেদন করার সময় অবশ্যই সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং একটি কার্যকর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্য ভুল হলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে