মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ০১:১২:৩৮

আজ সন্ধ্যার মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

আজ সন্ধ্যার মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

এমটিনিউজ২৪ ডেস্ক : সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা, বরগুনা এবং ভোলা অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিন/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

এদিকে গতকালের এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (এক দিনে ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (এক দিনে ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

সংস্থাটি এ অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে