এমটিনিউজ২৪ ডেস্ক : মোবাইল রিচার্জ থেকে শুরু করে পেমেন্ট, পে বিল বা সেভিংসসহ বিভিন্ন ডিজিটাল লেনদেনের সব সমাধান- বিকাশ অ্যাপকে নিয়ে র্যাপার আলী হাসানের নতুন বাংলা র্যাপ আবারো দর্শক মাতাচ্ছে।
১২ জুন শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘সব সমাধান’ শিরোনামের এই গানটি ইতোমধ্যে ৪০ লাখ বারেরও বেশি দেখা হয়েছে।