বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ০৮:২২:২৫

হঠাৎ ডলারের দাম কমে কত হলো জানেন?

হঠাৎ ডলারের দাম কমে কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্যাংকিং খাতে হঠাৎ ডলারের দাম কমতে শুরু করেছে। টানা দেড় সপ্তাহ ধরে প্রতি ডলারে গড়ে ৬০ পয়সা কমেছে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো মঙ্গলবার গড়ে প্রতি ডলার বিক্রি করেছে ১২২ টাকা ৪০ পয়সা করে, যা আগের সর্বোচ্চ মূল্য ১২৩ টাকা থেকে কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিনের শুরুতে ডলারের দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা। দুপুরে তা বেড়ে দাঁড়ায় ১২২ টাকা ৫৫ পয়সায়। দিন শেষে আবার তা নেমে আসে ১২২ টাকা ২৫ পয়সায়। দিনটিতে আন্তঃব্যাংক লেনদেন হয়েছে ৭ কোটি ১০ লাখ ডলার, যার গড় দর দাঁড়ায় ১২২ টাকা ৪০ পয়সা।

বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে ডলারের সরবরাহ বেড়েছে, যার ফলে ব্যাংকগুলোতে চাহিদা কিছুটা কমেছে। এ কারণেই দাম কমতে শুরু করেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের তদারকিও বড় ভূমিকা রেখেছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে