বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ০৯:৫৮:১২

জিপিএ-৫ পেয়েছে যে স্কুলের ৩২০ শিক্ষার্থীর সবাই!

জিপিএ-৫ পেয়েছে যে স্কুলের ৩২০ শিক্ষার্থীর সবাই!

এমটিনিউজ২৪ ডেস্ক : এসএসসির ফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম)। এ বছর ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩২০ জন জিপিএ-৫ পেয়েছে। 

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে অনলাইনে ফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন। রাজধানীসহ দেশের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এমন অভুতপূর্ব সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। ফলাফল ঘোষণার পর থেকে বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন। 

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া রাকিবুল ইসলাম বলেন, ‘‘আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড টিচারের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণে এই ফল সম্ভব হয়েছে।’’

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, ‘‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফল করছে। এবার শতভাগ পাসসহ দেশসেরা ফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সারা দেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করলে আশা করছি, আমরা দেশসেরা অবস্থানে থাকব।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে