এমটিনিউজ২৪ ডেস্ক : ঋণের টাকা পুরোপুরি পরিশোধ করতে না পারায় মোছা. নুরুন নাহার (৪৭) নামে এক অসুস্থ নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দেন। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় নুরুন নাহারকে উদ্ধার করে।
এ ব্যাপারে নুরুন নাহারের ছোট ছেলে জানান, আমার মা কিছুদিন আগে বিআরডিবি থেকে ঋণ নিয়েছিলেন। আজ ১০ হাজার টাকা নিয়ে আমরা অফিসে যাই। কিন্তু তারা পুরো টাকা ফেরত না দিলে গ্রহণ করবে না বলে জানায়। টাকা কম হওয়ায় আমার অসুস্থ মাকে অফিসের বারান্দায় তালা মেরে আটকে রাখেন মাঠ কর্মকর্তা আবেদা খাতুন।
বিষয়টির সত্যতা স্বীকার করে মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ১৪ মাস আগে নুরুন নাহার তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চার মাস আগে তার ঋণ পরিশোধের মেয়াদ শেষ হয়েছে। টাকা চাইলে তিনি নানা অজুহাত দেন। অফিস কর্তৃপক্ষ আমার বেতন বন্ধ করে দিয়েছে বলে আমি চাপে আছি।
তালাবদ্ধ অবস্থায় অফিস কক্ষ থেকে অসুস্থ নুরুন নাহার বলেন, আমি টাকা ফেরত দেব বলেছি। কিন্তু তারা এখনই সব টাকা চাইছে। দিতে না পারায় আমাকে আটকে রেখেছে।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ঘটনার খবর পেয়ে আমি ছুটে এসেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।