শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ০৬:৩১:১৪

‘জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য দরজা খোলা’

‘জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য দরজা খোলা’

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়ে দিয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে আসন্ন নির্বাচনে কোনো জোট গঠন করার সম্ভাবনা নেই। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত সেই দরজা খোলা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে আজ সালাহউদ্দিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যে দাবিদাওয়া তুলছে, তা তাদের বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংস্কার প্রস্তাব ঘিরে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দ্রুত অগ্রগতি আনার তাগিদ দিয়ে সালাহউদ্দিন সতর্ক করেন, অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা নির্বাচনি প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জামায়াতকে নিয়ে নির্বাচনি জোট গঠনের কোনো সম্ভাবনা দেখছি না। অতীতে কৌশলগত কারণে তাদের সঙ্গে জোট গঠন করা হয়েছিল, তবে এবার তেমন প্রয়োজনীয়তা অনুভব করছি না।’ 

তিনি আরও জানান, বিএনপি এখন তাদের সেই রাজনৈতিক সঙ্গীদের সঙ্গেই জোট গঠনে মনোযোগী, যারা রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং গণতান্ত্রিক লড়াইয়ে যুক্ত রয়েছে। ‘এর বাইরে কিছু ভাবার সময় এখন নয়,’ বলেন তিনি।

এনসিপির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘তফসিল ঘোষণার আগ পর্যন্ত আলোচনার ক্ষেত্র উন্মুক্ত থাকবে। কোন কৌশল নেয়া হবে বা কার সঙ্গে জোট গঠন হবে, তা সময়ই বলে দেবে।’ 

তিনি উল্লেখ করেন, সব গণতান্ত্রিক দলই নির্বাচনের আগে কৌশল নির্ধারণে ব্যস্ত থাকবে এবং বিএনপিও সেই রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে