সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ০২:৫৫:০৩

অবশেষে গ্রেপ্তার ‘পানি রুবেল গ্যাং’ এর ০৫ জন

অবশেষে গ্রেপ্তার  ‘পানি রুবেল গ্যাং’ এর ০৫ জন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ‘পানি রুবেল গ্যাং’ এর ০৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (১৩ জুলাই) মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮ )।

সিটিটিসির সূত্র আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিটিটিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে