সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:১৪:০৫

আলোচিত ‘কব্জিকাটা গ্রুপ’, যেভাবে রাজমিস্ত্রি থেকে সন্ত্রাসী গ্রুপের প্রধান আয়েশা!

আলোচিত ‘কব্জিকাটা গ্রুপ’, যেভাবে রাজমিস্ত্রি থেকে সন্ত্রাসী গ্রুপের প্রধান আয়েশা!

এমটিনিউজ২৪ ডেস্ক : মোহাম্মদপুরের আলোচিত ‘কব্জিকাটা গ্রুপ’। মা'দ'ক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ ভয়ংকর সব অপরাধ করছে— এমন তথ্যে র‌্যাব এ গ্রুপের সহযোগী সন্ত্রাসী ‘আয়েশা গ্রুপের’ প্রধান ও মা'দ'ক কারবারি আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা ও তার সহযোগী ইউসুফকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ সব তথ্য জানান।

র‌্যাব জানায়, রবিবার (১৩ জুলাই) সাভার এলাকায় অভিযান পরিচালনা করে আয়েশা গ্রুপের প্রধান আয়েশাকে তার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছয়টি সামুরাই উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আয়েশাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় তিনি ও তার সহযোগীরা মা'দ'ক কারবার, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত। সম্প্রতি রাজধানীর আদাবর এলাকায় আয়েশা ও তার সহযোগীদের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পূর্বশত্রুতার জের ধরে মা'দ'ক কারবারি রাজুকে আয়েশা ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আদাবর থানায় আয়েশা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। আয়েশার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ সাতটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা আরো জানান, জন্ম থেকে আদাবর এলাকায় বসবাস করেন। ছোট বেলা থেকে রাজমিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারকৃত আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারের হাত ধরে ৫-৬ বছর থেকে এ কাজে আসছেন এবং আনোয়ারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিতি পান। তিনি ও তার সহযোগীরা কব্জিকাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর, আদাবর ও পাশের এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।

র‌্যাব জানায়, সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে। রাত গভীর হলে বাসা বাড়ি, ফ্লাটে ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে দেখছেন।

সাম্প্রতি র‌্যাব-২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জেনেভা ক্যাম্পের শীর্ষ মা'দ'ক কারবারি ও সন্ত্রাসী ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, মা'দ'ক কারবারি চুয়া সেলিম গ্রপের প্রধান সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম এবং রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘কব্জিকাটা গ্রুপের’ প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কব্জিকাটা আনোয়ারকে তাদের সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। র‌্যাব-২ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে