বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ০৭:১৬:০০

এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব: এ্যানি

এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব: এ্যানি

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এ সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। এটি কোনো ব্যক্তি, দলের সরকার নয়। আমাদের আন্দোলনের ফসল, জনগণের সরকার। এর কাছে জনগণের প্রত্যাশা-দাবিও বেশি। তবে আইন-শৃঙ্খলা যেন অবনতি না হয় খেয়াল রাখতে হবে।’ 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বাংলাদেশী ফ্যাশন

এ্যানি বলেন, গোপালগঞ্জে যা হয়েছে সেটি আমরা ভুলে যাইনি। প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কর্মসূচি দেওয়ার সময়। কথা বলার সময় হিসাব- নিকাশ করতে হবে। কারো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়। সেজন্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মণ্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা, বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে