বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ০৮:৩৭:৪৮

আসিফ মাহমুদের এপিএস হিসেবে নিয়োগ পেলেন আয়মন রাহাত

আসিফ মাহমুদের এপিএস হিসেবে নিয়োগ পেলেন আয়মন রাহাত

এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আয়মন হাসান রাহাত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আয়মন হাসান রাহাতকে যোগদানের তারিখ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (নবম গ্রেড) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে